ওয়াদা ভঙ্গ ও চুক্তি লঙ্ঘনঃ

আরবি ভাষা আল-আহ্দু এর ব্যপক অর্থ বোঝানো হয়েছে যেমন- ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি, প্রতিজ্ঞাবদ্ধ বা কোন কাজের জন্য কথা দেওয়া। এ গুলো বাস্তবায়ন করাকে ওয়াদা পালন বলে। মানব- জীবনে ওয়াদার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদা পালন করলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। যে ব্যাক্তি ওয়াদা পালন করে তাঁকে সবাই ভালো-বাসে। তাঁর প্রতি সকলের আস্থা ও বিশ্বাস থাকে সে শ্রদ্ধা ও মর্যদা লাভ করে।
'''''' '''''' ''''''' ''''''' '''''''' ''''''' '''''''

স্বয়ং আল্লাহ তায়ালা মানুষকে ওয়াদা পূর্ন করার নির্দেশ করেছেনঃ- তিনি বলেন,
[হে ইমানদার গন তোমরা অঙ্গীকারসমূহ পূর্ন করো] (সূরা আল-মায়িদা.আয়াত ১)
'''''' '''''' '''''' ''''''' ''''''' '''''' '''''' '''''' '''''''
অন্য আর একটি আয়াতে আল্লাহ তায়ালা বলেন,
[তোমরা প্রতিশ্রুতি পালন করো। নিষ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।]
(সূরা বনী ইসরাইল.আয়াত ৩৪)
''''''' ''''''' '''''' '''''' ''''''' ''''''' ''''''' ''''''' '''''''
হাশরের ময়দানে প্রতিশ্রুতির ব্যাপারে মানুষকে জবাবদিহি করতে হবে। ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য। যে ব্যক্তি ওয়াদা পালন করে না সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। একটি হাদিসে মহানবি (স.) বলেছেন, যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তাঁর দীন নেই। আমাদের প্রিয়ো নবি (স.) সর্বদাই ওয়াদা পালন করেছেন। সাহাবিদের জীবনী পর্যালোচনা করলেও দেখা যায় যে,তাঁরা জীবনে কোন ওয়াদা ভঙ্গ করেননি।
কেননা ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের নিদর্শন। মুনাফি-করা ওয়াদা করলে তা পুর্ন করে না।
'''''' '''''' '''''' '''''' '''''' ''''''' '''''' '''''' '''''' '''''' ''''''
মহান আল্লাহ তায়ালা মুমিনদের এরুপ না করার নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কে মহান আল্লাহ আরো বলেন,
[হে মুমিনগণ! তোমরা যা পালন করো না এমন কথা কেন বলো ?](সূরা আস-সাফ.আয়াত ২)।
'''''' '''''' '''''' '''''' '''''' '''''' '''''' '''''' '''''' '''''' '''''' '''''' ''''''
সুতারাং কাউকে কোন কথা দিলে তা যথাযথভাবে পালন করতে হবে, প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে হবে, প্রতিজ্ঞা করলে বা চুক্তি করলে তা পূর্ন করতেই হবে। তাহলে আল্লাহ তায়ালা সন্তষ্ট হবেন। হে মহান আল্লাহ আমরা যেন সে মোতাবেক আমল করে দুনিয়া ও আখিরাতে শান্তি ও সফলতা লাভ করতে পারি।।
আমিন.........

No comments

Powered by Blogger.