নিরাপদ সফরের জন্য যে সমস্ত আমল করবেন।
সফর/ভ্রমন
কোন ব্যক্তি সফরের উদ্দেশ্যে বের হলে তাকে বিদায় দান কারী ব্যক্তি এই দোয়া পড়বেঃ
اَسْتَوْدَعُ اللهَ دِيْنَكَ وَاَمَانَتَكَ وَخَوَاتِيْمَ عَمَلِكَ
উচ্চারণঃ আসতাওদিউলস্নাহা দ্বীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা।
اَسْتَوْدَعُ اللهَ دِيْنَكَ وَاَمَانَتَكَ وَخَوَاتِيْمَ عَمَلِكَ
উচ্চারণঃ আসতাওদিউলস্নাহা দ্বীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা।
বিদায় গ্রহনকারী ব্যক্তি বিদায় দানকারীকে এই দোয়া দিবেঃ
اَسْتَوْدِعُ اللهَ الَّذِيْ لَاتَخِيْبُ وَدَائِعُه وَ لَاتَضِيْعُ وَذَائِعُه
উচ্চারণঃ আসতাওদিউলস্নাহাললাযী লা তাখীবু ওয়াদাইউহু ওয়া লা তাযীউ ওয়াযাইউহু।
اَسْتَوْدِعُ اللهَ الَّذِيْ لَاتَخِيْبُ وَدَائِعُه وَ لَاتَضِيْعُ وَذَائِعُه
উচ্চারণঃ আসতাওদিউলস্নাহাললাযী লা তাখীবু ওয়াদাইউহু ওয়া লা তাযীউ ওয়াযাইউহু।
যদি কোন মুসাফির সফরে যাইবার সময় তোমার নিকট কোন উপদেশ কামনা করে তবে তাহাকে এই উপদেশ দান করিবে :
عَلَيْكَ بِتَقْوى اللهِ وَالتَّكْبِيْرُ عَلى كُلِّ شَرَفٍ
উচ্চারণঃ আলাইকা বি তাকওয়ালস্নাহ ওয়াত্ তাকবীরম্ন আলা কুলিস্ন শারাফিন।
عَلَيْكَ بِتَقْوى اللهِ وَالتَّكْبِيْرُ عَلى كُلِّ شَرَفٍ
উচ্চারণঃ আলাইকা বি তাকওয়ালস্নাহ ওয়াত্ তাকবীরম্ন আলা কুলিস্ন শারাফিন।
যখন সে চলে যাবে তখন তার জন্য এই দোয়া করবে :
اَللّهُمَّ اَطْوِلْهُ الْبُعْدَ وَهَوِّنْ عَلَيْه السَّفَرَ
উচ্চারণঃ আলস্নাহুম্মা আতভীলহুল বুদা ওয়া হাউউইন আলাইহিস্ সাফারা।
اَللّهُمَّ اَطْوِلْهُ الْبُعْدَ وَهَوِّنْ عَلَيْه السَّفَرَ
উচ্চারণঃ আলস্নাহুম্মা আতভীলহুল বুদা ওয়া হাউউইন আলাইহিস্ সাফারা।
যখন সাওয়ারীর (যানবাহনের জন্তুর) পা-দানে পা রাখবে অথবা যানবাহনে আরোহণের জন্য উদ্যত হবে তখন “বিসমিলস্নাহ” পড়িবে।
যানবাহনে ঠিকমতো বসার পর তিন বার ‘আলস্নাহু আকবার’ ও “আলহামদু লিলস্নাহ” পড়ে এ দুয়া পড়বে।
سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هذَا وَمَا كُنَّا لَه مُقْرِنِيْنَ وَ اِنَّا اِلى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ
উচ্চারণঃ ছুবহানালস্নাজী ছাখ্খারা লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিনীন,ওয়া ইন্না ইলারাব্বিনা লামুনকালিবুন।
سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هذَا وَمَا كُنَّا لَه مُقْرِنِيْنَ وَ اِنَّا اِلى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ
উচ্চারণঃ ছুবহানালস্নাজী ছাখ্খারা লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিনীন,ওয়া ইন্না ইলারাব্বিনা লামুনকালিবুন।
এবং সম্ভবহলে এই এস্ত্মেগফার পড়বেঃ
سُبْحَانَكَ اِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْلِىْ اِنَّه لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اَنْتَ
উচ্চারণঃ সুবহানাকা ইন্নী জলামতু নাফসী ফাগফিরলী ইন্নাহু লা ইয়াগফিরম্নয যুনূবা ইলস্না আনতা।
سُبْحَانَكَ اِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْلِىْ اِنَّه لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اَنْتَ
উচ্চারণঃ সুবহানাকা ইন্নী জলামতু নাফসী ফাগফিরলী ইন্নাহু লা ইয়াগফিরম্নয যুনূবা ইলস্না আনতা।
এবং এর পর এই দোয়া করবে :
اَللّهُمَّ اِنَّا نَسْأَلُكَ فِىْ سَفَرِنَا هذَا اَلْبِرَّ وَالتَّقْوى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضى, اَللّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هذَا وَاَطْوِلْنَا بُعْدَه, اَللّهُمَّ اَنْتَ الصَّاحِبُ فِىْ السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِىْ الْاَهْلِ, اَللّهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوْءِ الْمُنْقَلَبِ فِىْ الْمَالِ وَالْاَهْلِ وَالْوَالِدِ.
উচ্চারণঃ আলস্নাহুম্মা ইন্না নাস্আলুকা ফি সাফারিনা হাযাল র্বিরা ওয়াত্ তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা, আলস্নাহুম্মা হাউউইন আলাইনা সাফারানা হাযা ওয়া আতবিলনা বুদাহু, আলস্নাহুম্মা আনতাস্ সাহিবু ফিস্সাফারী ওয়াল খালীফাতু ফিল আহলী, আলস্নাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ওয়াসাইস্ সাফারি ওয়া কায়াবাতিল মানযার ওয়া সুয়িল মুনকালাব ফিল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালিদি।
اَللّهُمَّ اِنَّا نَسْأَلُكَ فِىْ سَفَرِنَا هذَا اَلْبِرَّ وَالتَّقْوى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضى, اَللّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هذَا وَاَطْوِلْنَا بُعْدَه, اَللّهُمَّ اَنْتَ الصَّاحِبُ فِىْ السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِىْ الْاَهْلِ, اَللّهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوْءِ الْمُنْقَلَبِ فِىْ الْمَالِ وَالْاَهْلِ وَالْوَالِدِ.
উচ্চারণঃ আলস্নাহুম্মা ইন্না নাস্আলুকা ফি সাফারিনা হাযাল র্বিরা ওয়াত্ তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা, আলস্নাহুম্মা হাউউইন আলাইনা সাফারানা হাযা ওয়া আতবিলনা বুদাহু, আলস্নাহুম্মা আনতাস্ সাহিবু ফিস্সাফারী ওয়াল খালীফাতু ফিল আহলী, আলস্নাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ওয়াসাইস্ সাফারি ওয়া কায়াবাতিল মানযার ওয়া সুয়িল মুনকালাব ফিল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালিদি।
সফর থেকে ফিরে এসে এ দু’আ পাঠ করবে।
آئِبُون تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ
উচ্চারণঃ আয়িবুনা তায়িবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন।
آئِبُون تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ
উচ্চারণঃ আয়িবুনা তায়িবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন।
সফরে থাকা অবস্থায় নিম্নোক্ত দোয়া পড়তে থাকবে :
اَللّهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ وَالْحُوْرِ بَعْدَ الْكُوْرِ وَدَعْوَةِ الْمَظْلُوْمِ وَسُوْءِ الْمَنْظَرِ فِىْ الْاَهْلِ وَالْمَالِ.
উচ্চারণঃ আলস্নাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কায়াবাতুল মুনকালিব ওয়াল হুরি বা’দাল কুরি ওয়া দা’য়াতিল মাজলূম ওয়া সুয়িল মানজার ফিল আহলি ওয়াল মাল।
اَللّهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ وَالْحُوْرِ بَعْدَ الْكُوْرِ وَدَعْوَةِ الْمَظْلُوْمِ وَسُوْءِ الْمَنْظَرِ فِىْ الْاَهْلِ وَالْمَالِ.
উচ্চারণঃ আলস্নাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কায়াবাতুল মুনকালিব ওয়াল হুরি বা’দাল কুরি ওয়া দা’য়াতিল মাজলূম ওয়া সুয়িল মানজার ফিল আহলি ওয়াল মাল।
যখন কোন উচু যায়গায় (পাহাড় ইত্যাদির) উপর আরোহণ করবে তখন اَللهُ اَكْبَرُ (আলস্নাহু আকবার) বলবে এবং যখন তা থেকে অবতরন করবে তখন سُبْحَانَ اللهِ (সুবহানালস্নাহ) বলবে।
যখন খোলা মাঠে পৌঁছাবে তখন اَللهُ اَكْبَرُ (আলস্নাহু আকবার) لَااِلهَ اِلَّااللهُ – (লাইলাহা ইলস্নালস্নাহু) বলিবে।
সামুদ্রিক সফরের মধ্যে আরোহন কালে নিম্নোক্ত দোয়া পড়বেঃ
بِسْمِ اللهِ مَجْرهَا وَمُرْسهَا اِنَّ رَبِّيْ لَغَفُوْرٌ رَّحِيْمٌ وَمَا قَدَرَوْا اللهَ حَقَّ قَدْرِه وَالْاَرْضُ جَمِيْعًا قَبْضَتُه يَوْمَ الْقِيَامَةِ وَالسَّموَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِيْنِه سُبْحَانَه وَتَعَالى عَمَّا يُشْرِكُوْنَ.
উচ্চারণঃ বিসমিলস্নাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগাফুরম্নর রাহীম। ওয়া মা কাদারম্নলস্নাহা হাক্কা কাদরীহি ওয়াল আরদু জামিয়ান কাবযাতুহু ইয়াওমাল ক্বিয়ামাতি ওয়াস্ সামাওয়াতু মাতউইয়াতুন বি ইয়ামিনিহি সুবহানুহু ওয়া তায়ালা আম্মা ইউশরিকুন।
بِسْمِ اللهِ مَجْرهَا وَمُرْسهَا اِنَّ رَبِّيْ لَغَفُوْرٌ رَّحِيْمٌ وَمَا قَدَرَوْا اللهَ حَقَّ قَدْرِه وَالْاَرْضُ جَمِيْعًا قَبْضَتُه يَوْمَ الْقِيَامَةِ وَالسَّموَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِيْنِه سُبْحَانَه وَتَعَالى عَمَّا يُشْرِكُوْنَ.
উচ্চারণঃ বিসমিলস্নাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগাফুরম্নর রাহীম। ওয়া মা কাদারম্নলস্নাহা হাক্কা কাদরীহি ওয়াল আরদু জামিয়ান কাবযাতুহু ইয়াওমাল ক্বিয়ামাতি ওয়াস্ সামাওয়াতু মাতউইয়াতুন বি ইয়ামিনিহি সুবহানুহু ওয়া তায়ালা আম্মা ইউশরিকুন।
যখন কোন উঁচু স্থানে পৌঁছবে তখন ইহা বলিবে :
اَللّهُمَّ لَكَ الشَّرَفُ عَلى كُلِّ شَرَفٍ وَلَكَ الْحَمْدُ عَلى كُلِّ حَالٍ.
উচ্চারণঃ আলস্নাহুমা লাকাশ শারাফু আলা কুলিস্ন শারাফিন ওয়া লাকাল হামদু আলা কুলিস্ন হালিন।
اَللّهُمَّ لَكَ الشَّرَفُ عَلى كُلِّ شَرَفٍ وَلَكَ الْحَمْدُ عَلى كُلِّ حَالٍ.
উচ্চারণঃ আলস্নাহুমা লাকাশ শারাফু আলা কুলিস্ন শারাফিন ওয়া লাকাল হামদু আলা কুলিস্ন হালিন।
যখন কোন বস্ত্মি/গ্রাম/ বাড়িতে প্রবেশ করবে তখন তিন বার ইহা বলিবে :
اَللّهُمَّ بَارِكْ لَنَا فِيْهَا اَللّهُمَّ ارْزُقْنَا جَنَاهَا وَحَبِّبْنَا اِلى اَهْلِهَا وَحَبِّبْ صَالِحِىْ اَهْلِهَا اِلَيْنَا
উচ্চারণঃ আলস্নাহুম্মা বারিক লানা ফিহা, আলস্নাহুম্মারযুকনা যানাহা ওয়া হাব্বিব ইলা আহলিহা ওয়া হাববিব সালিহী আহলিহা ইলাইনা।
اَللّهُمَّ بَارِكْ لَنَا فِيْهَا اَللّهُمَّ ارْزُقْنَا جَنَاهَا وَحَبِّبْنَا اِلى اَهْلِهَا وَحَبِّبْ صَالِحِىْ اَهْلِهَا اِلَيْنَا
উচ্চারণঃ আলস্নাহুম্মা বারিক লানা ফিহা, আলস্নাহুম্মারযুকনা যানাহা ওয়া হাব্বিব ইলা আহলিহা ওয়া হাববিব সালিহী আহলিহা ইলাইনা।
যখন কোন স্থানে (রেল ষ্টেশন বা বাস ষ্টানে) অবস্থান করিবে তখন ইহা পড়িবেঃ
اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণঃ আউযু বি কালিমাতিলস্নাহিত্ তাম্মাতি মিন র্শারী মা খালাকা।
اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণঃ আউযু বি কালিমাতিলস্নাহিত্ তাম্মাতি মিন র্শারী মা খালাকা।
No comments