তায়াম্মুমের সুন্নাত সমূহ
- তায়াম্মুমের শুরম্নতে পূর্ন বিসমিলস্নাহ পড়বে।
- মাটিতে হাত রাখার সময় আঙ্গুলসমূহ ফাঁকা করে রাখবে।
- মাটিতে উভয় হাত রাখার পর হস্ত্মদ্বয় সামান্য আগে পিছে নিয়ে মাটিতে ঘর্ষণ করবে।
- অতঃপর উভয় হাত ঝেড়ে নেয়া।
- তায়াম্মুমের অঙ্গসমূহ মাসেহ করার সময় ধারাবাহিকতা বজায় রাখবে। অর্থাৎ প্রথমতঃ সম্পূর্ণ মূখ মন্ডল, অতঃপর উভয় হাত কনুইসহ মাসেহ করবে।
- চেহারা ও হাত মাসেহ-এর মাঝে বিলম্ব না করা।
No comments