অন্যের কথাবার্তা শোনার সুন্নাত তরীকা

কারো কথা শুনতে চাইলে রাস্তার এক কিনারে দাড়িঁয়ে বা কোথাও বসে কথা শুনবে।
কথা শুনতে গিয়ে কারো কথা কাটা যাবে নাবরং তাকে বুঝিয়ে দিবে।
ধনী-গরীব সবার কথা আগ্রহের সাথে শুনবে। যে কথা শুনে সকলে হাসেসে কথায় নিজেও হাসবে এবং যে কথায় সবাই আশ্চর্যবোধ করেসে কথায় নিজেও আশ্চর্যবোধ করবে।
কথা বলতে গিয়ে বক্তার দিক থেকে মুখ ফিরাবে নাযতক্ষণ পর্যন্ত সেই লোক মুখ না ফিরাবে।
একাধিক লোকের কথা শুনতে থাকলে সকলের দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনবে।
 কেউ চুপি চুপি কথা বলতে চাইলে নিজের কান তার দিকে পেতে দিবে।
কেউ অপছন্দনীয় কথা বলতে চাইলে দীনের কথা দিয়ে এড়িয়ে যাবে।
ভালো কাজের কথা শুনলে প্রসংশা করবেএবং মন্দ কাজের কথা শুনলে নিন্দা করবে।

No comments

Powered by Blogger.