বুগলী কবর খনন করার তরীকা।

প্রথমে দিক সোজা করে উত্তর-দক্ষিণে দৈর্ঘ্য  হাতপ্রস্থে পৌনে দুই বা দুই হাত এবং আড়াই হাত গভীর করে একটি গর্ত খুঁড়বে। তারপর পশ্চিম দিকে দেয়ালের নিচ উত্তর-দক্ষিণে লম্বা করে গর্ত করবে এবং সেখানে মাইয়েতকে রাখবে।

No comments

Powered by Blogger.