সিন্দুকী কবর খনন করার তরীকা।

কবরকে মাইয়্যেতের দেহের দৈর্ঘের চেয়ে সামান্য পরিমান লম্বা করবে। এর চেয়ে বেশী লম্বা করা উচিত নয়। মাইয়্যেতের দেহের দৈর্ঘের অর্ধেক পরিমান চওড়া করবে। গভীরতায় দেড় হাত পরিমান খনন করার পর কবরের মধ্যে মাইয়্যেতের জন্য আর একটি ছোট গর্ত খনন করবে।  গর্তটি দৈর্ঘ্যে মাইয়্যেতের দেহের সমপরিমান এবং প্রস্থে সোয়া হাত এবং গভীরতায় এক/দেড়হাত পরিমান হবে। এভাবেই সিন্দুকী কবর খনন করা সুন্নাত। তবে বুগলী কবর সিন্দকী কবর থেকে উত্তম।

No comments

Powered by Blogger.