মজলিসে বসার সুন্নাত তরীকা

যখন কোন বড় মজলিসে বসবে তখন অপরের সঙ্গে মিলে মিলে বসা (মাঝে ফাঁকা রাখবে নাএবং এসব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ তোমাদের কি হলোআমি তোমাদের বিক্ষিপ্ত অবস্থায় দেখছি।
সাহাবায়ে কিরাম রাযিনবীর দরবারে এমন দৃঢ় ভাবে বসতেন যে মাথা পর্যন্ত নড়াচড়া করতো নামনে হতো তাদের মাথায় পাখি বসে আছে। তাই মজলিসে এমনভাবে বসবে।
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মজলিসের জায়গা প্রশস্ত হলেবেশী চাপাচাপি করে বসতে নিষেধ করেছেন এবং বলেছেন সর্বোত্তম মজলিস তাই যা প্রশস্ত হয়। (কেননা চাপাচাপি হলে শ্রোতাদের মন বসে না)
কোনো মজলিসে পরে তাশরীফ নিলে যেখানে যায়গা পাবে সেখানেই বসে যাবে।
মজলিসের শেষে এই দু পড়বে।
سُبْحاَنَكَ اللّهُمَّ وَبِحَمدِكَ اَشْهَدُ اَنْ لاَّاِلَهَ الاّاَنْتَ اَسْتَغْفِرُكَ وَاَتُوْبُ اِلَيْكَ
উচ্চারণঃ সুবহানা-কাল্লাহুম্মা ওয়া বিহামদিহাকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাস্তাগ ফিরুকা ওয়াতুবু ইলাইকা।
যখন এমন কোন ছোট মজলিস হয় যেখানে লোক সংখ্যা কমসেখানে গোল হয়ে বসা।
গোল হওয়া অবস্থায় একে অপরের সঙ্গে মিলে মিলে বসা।
সুন্নাত তরিকায় বসা। অর্থাৎআত্তাহিয়্যাতুর সূরতে বসা।
মুজাহাদার সাথে বসাঅর্থাৎঅনেক প্রয়োজন থাকলেও তা মিটিয়ে বয়ান শুনতে থাকা।
১০অহংকার না হলে চারজানু হয়ে বসা অর্থাৎ আসন গেড়ে বসা যেতে পারে।
১১কিছু রৌদে কিছু ছায়ায় এরকম অবস্থায় বসবে না। এমনটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

No comments

Powered by Blogger.