চিরুনি করার সুন্নাত তরীকা
ডান দিক থেকে চিরুনী করা আরম্ব করবে।
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে সিঁথী ছাড়াই মাথার কেশ পরিপাটি করতেন, কিন্তু পরবর্তী কালে সিঁথী করা শুরু করেছিলেন।
মাথার মাঝখানে সিঁথী করা।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রতি দিন চিরুনি করতেন না, বরং একদিন অন্তর অন্তর চিরুনি করতেন।
অন্য রেওয়ায়েতে আছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন চিরুনি না করে মাঝে মাঝে চিরুনি করতেন।
প্রথমে মাথায় বা দাড়ি মুবারকে তেল ব্যবহার করা। তারপর চিরুনি ব্যবহার করা।
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে সিঁথী ছাড়াই মাথার কেশ পরিপাটি করতেন, কিন্তু পরবর্তী কালে সিঁথী করা শুরু করেছিলেন।
মাথার মাঝখানে সিঁথী করা।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রতি দিন চিরুনি করতেন না, বরং একদিন অন্তর অন্তর চিরুনি করতেন।
অন্য রেওয়ায়েতে আছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন চিরুনি না করে মাঝে মাঝে চিরুনি করতেন।
প্রথমে মাথায় বা দাড়ি মুবারকে তেল ব্যবহার করা। তারপর চিরুনি ব্যবহার করা।
No comments