বাচ্চা ভূমিষ্টের পর সুন্নাত সমূহ

বাচ্চা ভূমিষ্টের পর ডান কানে আযান আর বাম কানে ইকামত শুনিয়ে দিবে।
.সাত দিনের সময় সুন্দর একটি ইসলামী নাম রাখবে।
.সপ্তমদিন আকীকা করবে আর যদি সপ্তম তিন আকিকা করা সম্ভব না হয়তাহলে চৌদ্দতম দিন আকিকা করবেতাও সম্ভব না হলে একুশতম দিন আকিকা করবে। তাও সম্ভব না হলে জন্মের সপ্তম দিন খেয়াল রেখে আকীকা করবে। অর্থাৎযেই বারে জন্ম গ্রহণ করেছে তার আগের দিন আকীকা করবে।
মাথা মুন্ডানোর পর মাথায় জাফরান লাগিয়ে দিবে।
ছেলের আকীকার জন্য দুইটি বকরীআর মেয়ের আকিকার জন্য একটি বকরী জবেহ করা উত্তম।
বাচ্চার মাথা মুন্ডিয়ে চুল পরিমান রূপা সদকা করবে।
আকীকার গোশত কাঁচা অথবা রান্না করে দিতে পারবে।
আকীকার গোশত দাদাদাদিনানানানিসকলে খেতে পারবে।
কোন বুযূর্গের মুখে খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দেয়া এবং দোআ করানো।
১০সাত বছর বয়সে নামায পড়ার নির্দেশ করবে এবং দ্বীনের বিভিন্ন বিষয়াবলি শিখাবে।
১১দশ বছর বয়সে নামাযের জন্য শাসন করবে।

No comments

Powered by Blogger.