মৃত্যুকালীন সুন্নাত সমুহ

.নিজের মৃত্যু নিকটবর্তী হয়েছে বলে মনে হলে এই দোয়া বেশি বেশি করে পড়বে-
اَللّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاَلْحَقْنِيْ بِالرَّفِيْقِ الْاَعْلى
উচ্চারণ  আল্লাহম্মাগফিরলী ওয়ারহামনী ওয়া আলহীকনী বিররাফীকিল লা।
মৃত্যু শয্যায় শায়ীত ব্যক্তির চেহারা কেবলামুখী করে দিবে এবং তার সামনে বসে তাকে শুনিয়ে শুনিয়ে বেশি বেশি কালিমা শরীফ পড়তে থাকবে। তবে কালিমা পড়ার হুকুম করবে না এবং তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে।
রূহ বের হওয়ার কোন নিদর্শন অনুভব হলে  দু পড়তে থাকবে।
اَللّهُمَّ اَعِنِّيْ عَلى غَمَرَاتِ الْمَوْتِ وَسَكَرَاتِ الْمَوْتِ
উচ্চারণ  আল্লাহুম্মা আঈন্নী আলা গামারাতিল মাউতি ওয়া ছাকারাতিল মাউত।
.মৃত্যু হয়ে গেলে উপস্থিত লোকেরা  দু পড়বে-
اِنَّا للهِ وَاِنَّا اِلَيْه رَاجِعُوْن، اَللّهُمَّ اَجِرْنِيْ فِيْ مُصِيْبَتِي وَاخْلُفْ لِيْ خَيْرًا مِنْهَا
উচ্চারণ  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনী ফী মুছিবাতি ওয়াখলুফলী খাইরাম মিনহা।
রূহ বের হওয়ার পর মৃত ব্যক্তির চোখ  মুখ খোলা থাকলে বন্ধ করে দিবে। প্রয়োজনে মাথার উপর  থুতনীর নিচ দিয়ে কাপড় বেঁধে দিবে।
মৃত্যু ব্যক্তিকে খাটে রাখর সময় এবং লাশবাহী খাট কাঁধে উঠানোর সময় “বিসমিল্লাহ” বলবে।
মৃত্যু ব্যক্তিকে যথাসম্ভব তাড়াতাড়ি গোসল দিয়ে কাফন পরিয়ে জানাযা সম্পন্ন করে নিকটস্থ কোন গোরস্থানে দাফন করে দিবে। বিনা প্রয়োজনে দাফনের জন্য দূরের গোরস্থানে বা এক শহর থেকে অন্য শহরে নেওয়া মাকরূহ।
মাইয়্যেতকে কবরে ডান কাত করে রাখার সময় এদু পড়বে-
بِسْمِ اللهِ وَعَلى مِلَّةِ رَسُوْلِ اللهِ
উচ্চারণঃ বিছমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
.মাইয়্যেতকে কবরে ডান কাত করে এমনভাবে শোয়াবে যে পুরা সিনা কেবলার দিকে ফিরে থাকবে। বর্তমানে আমাদের দেশে মাইয়্যেতকে চিত করে শুইয়ে চেহারা কেবলার দিকে করে দেওয়া হয় তা সুন্নাতের খেলাফ।
১০.জানাযার পর দাফনের পূর্বে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা নিষেধ। তাই  সময় দু করবে না। বরং মাইয়্যেতকে কবরে দাফন করার পর মুনাজাত করবে।
১১দাফন করার পর মাগফিরাত কামনা করে দু করবে বিশেষতঃ “মুনকার-নাকীরের” প্রশ্নের জবাব যেন দৃঢ়তার সাথে দিতে পারে তার জন্য দু করবে।
১২কবর খুব বেশি উচু করবে না এবং পাকা করবে না।
১৩কবরের উপর পানি ছিটিয়ে দিবে।
১৪প্রতিবেশিরা মাইয়্যেতের পরিবার পরিজনদের খাবার দিবে।
১৫জানাযার পর মাইয়্যেতের চেহারা দেখানো নিষেধ।

No comments

Powered by Blogger.