বই – নারীদের পবিত্রতার জরুরি বিধান

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-

লেখকঃ আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল
সংক্ষিপ্ত বর্ণনাঃ নবী [সাঃ]-এর বাণী:  “নারীরা পুরুষদের অর্ধেক।” [আবু দাঊদ ও তিরমিযী] নবী [সাঃ] আরো বলেন: “পবিত্রতা ঈমানের অর্ধেক।” [মুসলিম] এ হচ্ছে বাহ্যিক শারীরিক পবিত্রা। আর বাকি অর্ধেক পবিত্রা হলো আত্মিক তথা ভিতরের পবিত্রা। এ হাদীস দু’টিকে সামনে রেখে আমরা কুরআন ও বিশুদ্ধ হাদীস এবং নির্ভরযোগ্য ফিকহের কিতাবসমূহ হতে নারীদের জন্য “নারীদের পবিত্রতা ও পরিছন্নতার বিধান”এই ছোট বইটি বিশেষভাবে উপহার দিচ্ছি।
আশা করি মুসলিম নারী সমাজ এ থেকে তাঁদের কাঙ্খিত বিশেষ জরুরি বিধানসমূহ খুবই সহজে উপলদ্ধি করে আমল করতে পারবেন।
নারীদের পবিত্রতার জরুরি বিধান – QA Server
Download Now!

No comments

Powered by Blogger.