বইঃ মুত্তাফাকুন আলাইহি হাদিসের বাংলা সংস্করণ – ফ্রী ডাউনলোড
প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
রহমান রহীম আল্লাহ্ তায়ালার নামে-

হাদীস গ্রন্থটি হাক্ব পিয়াসীদের জন্য এক
অনন্য সংকলন। বইটির এই হাদীসগুলোকে বিষয়ভিত্তিক সাজিয়ে তাকে আরো সুন্দর করা
হয়েছে। সাবলীল ভাষায় অনুবাদকৃত এই সংকলনটি আমাদের সবার ঘরে (হার্ডকপি)
থাকার মতো কিতাব। আল্লাহ আমাদের তা কেনার সেই সাথে তা অন্যকে কিনতে
উত্সাহিত করা তাওফিক দিন।
বইটির অনন্য বৈশিষ্ট্য :- মুত্তাফাকুন আলাইহির’ সংকলন এই প্রথম বাংলা ভাষায় প্রকাশকৃত।
- বইটিতে বুখারী ও মুসলিমের হাদীসগুলো সংকলন করা হয়েছে।
- বুখারীর নম্বর নেয়া হয়েছে ফাতহুল বারীর থেকে।
- মুসলিমের নম্বর নেয়া হয়েছে ফুয়াদ আল বাকী নম্বর থেকে।
- অধ্যায় নম্বর সাজানো হয়েছে ইমাম নববী (রহ) কৃত মুসলিম অধ্যায়ের ক্রম অনুযায়ী
- হাদীসগুলো বিষয় বুঝার জন্য সুন্দরভাবে ও বিস্তারিত সূচিপত্র যুক্ত করা হয়েছে।
- সহজ ও সরলভাবে অনুবাদ করা হয়েছে। সেই সাথে সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত।
- নিচে টীকায় উভয় গ্রন্থের পর্ব, অধ্যায় ও হাদীস নম্বর যুক্ত করা হয়েছে।
- বইটিতে ইন্টারেকটিভ লিংক যুক্ত করা হয়েছে।

মুত্তাফাকুন আলাইহি হাদিসের বাংলা সংস্করণ-
No comments