বইঃ জান্নাতী ২০ রমণী -ফ্রি ডাউনলোড

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-
Jannati 20 Romoni 3D
রচনায়: মুয়াল্লীমা মোরশেদা বেগম | পৃষ্ঠা: ২৮৪ | সাইজ: ৭.২৭ মেগাবাইট
সংক্ষিপ্ত বর্ণনাঃ  ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। মানব জাতির একটি অংশ নর আরেকটি নারী। ইসলাম নারীকে কেবল পুরুষের সমান অধিকারই দেয়নি, বরং তাকে দিয়েছে অগ্রাধিকার। জান্নাতী নারীদের জীবনী, কার্যাবলী, এবং ইসলামের জন্য তাদের খেদমত এ প্রসঙ্গে জানা প্রত্যেক নর-নারীর জন্য উচিত। “জান্নাতী ২০ রমণী” নামক এ মূল্যবান গ্রন্থটি জীবন ও মানবতার জন্য তাঁদের অবদান ও হাদীস শাস্ত্রে তাঁদের অক্লান্ত পরিশ্রমের যে সমাবেশ ঘটেছে তা এখানে উপস্থাপন করা হয়েছে।
এখানে বলা হয়েছে-
  • উম্মুল মু’মিনীন খাদীজা (রা)
  • উম্মুল মু’মিনীন আয়েশা (রা)
  • উম্মুল মু’মিনীন হাফসা (রা)
  • মারইয়াম (আ)
  • আছিয়া (আ)
  • উম্মু সুলাইম (রা)
  • যয়নব বিনত রাসূলুল্লাহ ﷺ
  • রুকাইয়া বিনত মুহাম্মদ ﷺ
  • উম্মু কুলছুম বিনত নবী কারীম ﷺ
  • ফাতিমা বিনত রাসূলিল্লাহ ﷺ
  • সুমাইয়া (রা)
  • উম্মুল মু’মিনীন সাওদা বিনতে যাম’আ (রা)
  • উম্মুল মু’মিনীন যয়নব বিনতে খুযাইমা (রা)
  • উম্মুল মু’মিনীন উম্মু সালামা (রা)
  • উম্মুল মু’মিনীন যয়নব বিনতে জাহাশ (রা)
  • উম্মুল মু’মিনীন জুয়াইরিয়া (রা)
  • উম্মুল মু’মিনীন উম্মু হাবীবা (রা)
  • উম্মুল মু’মিনীন সফিয়্যা (রা)
  • উম্মুল মু’মিনীন মায়মূনা (রা)
  • উম্মুল মু’মিনীন রায়হানা (রা)
  • উম্মুল মু’মিনীন মারিয়া কিবতিয়া (রা)
  • হালিমা (রা)
নবী করীম ﷺ–এর বহূ বিবাহের সমালোচনার প্রতিবাদ
জান্নাতী ২০ রমণী জীবনী জেনে পাঠক-পাঠিকাগণ তা থেকে শিক্ষা অর্জন করে বাস্তব জীবনে প্রতিফলন করে তা থেকে উপকৃত হবেন ইন শাআল্লাহ।

No comments

Powered by Blogger.