বইঃ ইকামাতুস সালাত

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-
Ikamatus Salahসংক্ষিপ্ত বর্ণনাঃ সালাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ঈমানের পরে ইবাদতের স্থান। আর ইবাদাতের মধ্যমণি হলো সালাত। ইবাদাতের সকল বিষয় কেবল রাসূল (সা) থেকেই গ্রহণ করতে হবে। কেননা ে উম্মতের ইবাদাতের সকল বিষয় মহান আল্লাহ্‌ কেবল তাঁকেই জানিয়েছেন। রাসূল (সা) যেভাবে সালাত কায়েম বা ইকামাতুস সালাত আদায় করতে বলেছেন তা এই বইটিতে মুফতি কাজী মুহাম্মদ ইবরাহীম “ইকামাতুস সালাত” বইটিতে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
বইটির উল্লেখযোগ্য আলোচিত বিষয়সমূহের অন্যতমঃ
  • কাধের সাথে কাঁধ, পায়ের সাথে পা, টাখনুর সাথে টাখনু মিলিয়ে ফাক বন্ধ করে সফ তৈরী করা
  • সম্মুখের সারিগুলো তৈরী করা ও সীসাঢালা প্রাচীরের প্রাচীরের মত দৃঢ়বদ্ধ হওয়া
  • সফ কায়েম না করার ফল
  • সফ কায়েম করার নির্দেশ
  • ইমামের পিছনে কারা দাঁড়াবেন?
  • তিনজন বা ত্তোধিক হলে কিভাবে দাড়াবেন
  • পুরুষ, মহিলা ও শিশুরা সালাতে উপস্থিত হলে কাতার বিন্যস্ত করার নিয়ম
  • ইকামতের সময়
ইকামাতুস সালাত – QA Server
Download Now!

No comments

Powered by Blogger.