বইঃ কুরআন ও সুন্নাহর আলোকে রমাদান

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-
সংক্ষিপ্ত বর্ণনাঃ রমাদান এমন একটি মাস, যার সাথে তুলনা হয়না আর কোন মাসের । আমাদের
সৃষ্টিকর্তা ও একমাত্র পালনকর্তা আল্লাহ । তাঁর ক্ষমা, দয়া আর করুণা দিয়ে যেন ঢেকে দিয়েছেন এই মাসটিকে । আমাদের ‘দেহ ও আত্মার পরিশুদ্ধির শ্রেষ্ঠ উপায়’ সিয়াম সাধনার জন্য আল্লাহ এ মাসকেই নির্বাচন করেছেন। তাওহীদ, রিসালাত ও আখিরাতের অপূর্ব সমন্বয়ে গড়া পবিত্র কুর‘আনকে ও আল্লাহ আমাদের উপহার দিয়েছেন এই মাসেরই ক্বদরের মহিমান্বিত রজনীতে । আমাদের অনেকের জন্যই হয়তো এই রমাদানই হতে পারে জীবনের শেষ রমাদান। তাই আমরা কোনভাবেই যেন এই
সময়টিকে কাজে লাগতে ব্যর্থ না হই। এই বইটিতে এই বিষয়কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
রমাদান QA Server
Download Now!

No comments

Powered by Blogger.