বইঃ আকীদা সংক্রান্ত দশটি মাসআলা যা না জানলেই নয় -ফ্রী ডাউনলোড

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-
লেখক: আবনাউত তাওহীদ | পৃষ্ঠাঃ ৩২ | সাইজঃ  ১.৫৩ MB
দীনের মূল ভিত্তি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা এবং তাণ্ডতকে অস্বীকার করা। সুতরাং দীনের মূল বিষয় জানা এবং তার উপর আমল করা ব্যতীত কোন ব্যক্তি সঠিকভাবে ইসলামের পথে চলতে পারবে না এবং ইসলামের ছায়াতলে উপনিত হতে পারবে না।
তাওহীদই হচ্ছে দীনের মূল ভিত্তি এবং এর উপরই নির্ভর করে দীনের অন্য সকল বিষয়াদি। তাওহীদ ঠিক হওয়া ব্যতীত ঈমান সঠিক হবে না আর ঈমান সঠিক না হলে কোন আমলই গ্রহণযোগ্য হবে না। তাই সর্বপ্রথম আমাদের ঈমান ও আকীদা ঠিক করতে হবে।
আমরা যেন ঈমান ও আকীদা সংক্রান্ত বিষয়াদি জেনে  তার উপর আমল করতে পারি সে লক্ষ্যেই ‘আকীদা সংক্রান্ত দশটি মাসআলা যা না জানলেই নয়’  নামক বইটির সংকলন।
বইঃ আকীদা সংক্রান্ত দশটি মাসআলা যা না জানলেই নয় QA Server
Download Now!

No comments

Powered by Blogger.