বইঃ জুযউ রফইল ইয়াদাইন ফিস সালাত
প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
রহমান রহীম আল্লাহ্ তায়ালার নামে-

যারা এসব বিভ্রান্তিকর কথা বলেন তারা কি
এটা বুঝে বলেন যে ইসলামের প্রথম শ্রেণীর সাহাবীদের সম্পর্কে উনারা কি অপবাদ
দিচ্ছে? আবু বকর, খাদিজা (রা) ইত্যাদি তারা মূর্তি নিয়ে নামাজ পরতেন?
সূরা কাফিরুনের অর্থ কি তারা জানেন না? এই সূরা এর শানে নুজুল কি তারা
জানেন না?
আর সত্যি কথা বলতে তারা এসব কথা বলে তার স্বপক্ষে কোনো একটা হাদিস নাই যে সাহাবীরা মূর্তি নিয়ে নামাজ পড়তেন।
বিখ্যাত হাদিস বিশারদ ইমাম আবু আবদুল্লাহ
ঈমাম বুখারী রফ’উল ইয়াদাইন সম্পর্কিত আস্ত একটা বই লিখে গেছেন যেখানে তিনি
প্রতি রফ’উল ইয়াদাইনে ১০টি নেকি হয় বলে দাবি করেছেন। আর ‘জুযউ রফ’উল
ইয়াদাইন’ বইয়ে রফ’উল ইয়াদাইন যে রসূল (স্বল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
করেছেন তা প্রমাণ করার জন্যে তিনি যথেষ্ট পরিমাণ হাদিস উপস্থাপন করেছেন।

জুযউ রফইল ইয়াদাইন ফিস সালাত – QA Server
No comments