বইঃ মৃত্যু ও কবর সম্পর্কে করণীয় ও বর্জনীয় -ফ্রী ডাউনলোড

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-
গ্রন্থনায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল | পৃষ্ঠাঃ১৬৮ | সাইজঃ  ২ MB
মৃত্যু নি:সন্দেহে মানব জীবনের অবধারিত বিষয়। এ থেকে পালানের কোন পথ নেই। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন:
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
“নিশ্চয় প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।”[1] আর পরকালীন জীবনের সুখ-শান্তি ও নিরাপত্তা নির্ভর করে জীবদ্দশায় কৃত আমলের উপর। তাই যতদিন এ দেহে প্রাণের স্পন্দন থাকে ততদিন আমল করার সময়। মৃত্যুর পরে সমস্ত আমলের পথ বন্ধ হয়ে যায়। তবে মানুষ জীবদ্দশায় যদি কিছু সদকায়ে জারিয়া করে যায় তবে কবরে থেকেও তার সওয়াব পেতে থাকে।
যারা জীবিত আছে তাদেরও কিছু দায়িত্ব ও কর্তব্য আছে মৃত মানুষের প্রতি। আমাদের সমাজে মৃত ও কবর সংক্রান্ত এমন কিছু কার্যক্রম ও রীতি-নীতি প্রচলিত রয়েছে যেগুলো ইসলামে আদৌ সমর্থন করে না। ‌উক্ত বিষয়গুলো নিয়েই এই পুস্তিকাটির অবতারণা।
মৃত্যু ও কবর সম্পর্কে করণীয় ও বর্জনীয় -QA Server
Download Now!

No comments

Powered by Blogger.