বইঃ বিতর সালাত/নামায

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-
 
সংক্ষিপ্ত বর্ণনাঃ   বিতর নামায অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামায। এ ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা দরকার। ‌যেমন:
  • বিতর নামায কি ওয়াজিব না সুন্নাত?
  • বিতর নামায পড়ার পদ্ধতি কি?
  •  আমাদের দেশে যেভাবে বিতর নামায  কতটুকু দলীল ভিত্তিক?
  • তিন রাকাআতের কম বা বেশি কি বিতর নামায পড়া যায়? যেমন এক রাকআত, ৫ রাকাআত, ৭ রাকাআত ইত্যাদি
  • দুআ কুনুত কি এবং তা কখন কিভাবে পড়ব?
  • বিতর নাময ছুটে গেলে কাযা পড়া যায় কি?
ইত্যাদি বিষয়ের উত্তর দিয়ে সাজানো এই বইটি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হচ্ছে প্রতিটি বিষয়ই রেফারেন্স সহকারে উল্লেখ করা হয়েছে। বাংলা ভাষায়  বিতর নামায সম্পর্কে এমন দলীল সমৃদ্ধ বই এটাই প্রথম।
বিতর সালাত/নামায – QA Server
Download Now!

No comments

Powered by Blogger.