নিজ ঘরে প্রবেশের সুন্নাত

অনুমতি না নিয়ে কারও বাড়িতে বা কামরায় প্রবেশ করবে না। তিনবার ডেকে যদি অনুমতি না পাওয়া যায়তবে ফিরে আসবে কিন্তু অসন্তুষ্ট হবে না। হয়ত পুরুষ লোক বাড়িতে নেই বা এসময় কোন কাজে লিপ্ত আছে যে অবস্থায় জওয়াব দেওয়া সম্ভব নয়। এইরূপ অনেক কিছু হতে পারে। অনুরূপ নিজের ঘরেও আওয়াজ না দিয়ে প্রবেশ করবে না। হয়ত কেউ বেপর্দা থাকতে পারে বা বেগানা গায়রে মাহরাম মহিলা ঘরে থাকতে পারে। অবশ্য কেউ সাধারণ মজলিসে বা খোলা জায়গায় একাকী বসা থাকলে তার নিকট যাওয়ার জন্য অনুমতি নেয়ার দরকার নেই।
8 বাড়ির ভিতর থেকে বা কামরার ভিতর থেকে যদি কেউ জিজ্ঞাসা করেতুমি কেতবে নিজের নাম-পরিচয় পরিস্কার করে বলবেশুধু ‘আমি’ বলবে না।
8 গৃহে প্রবেশ করতে চাইলে পূর্ব হতে গৃহবাসীদেরকে আগমনের কথা জানিয়ে দিবে।
8 ঘরে ঢুকার সময় ডান পা দিয়ে প্রবেশ করবে।
8 ডান পা দেয়ার পর ‘বিসমিল্লাহ’ পড়বে।
8 বিসমিল্লাহ বলার পর এই দোয়া পড়ে প্রবেশ করবে-
أَللهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَ خَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللهِ وَلَجْنَا و بِسْمِ اللهِ خَرَجْنَا وَعَلى اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا.
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল্ মাওলাজি ওয়া খাইরাল্ মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।
8এর পর ঘরওয়ালাদেরকে সালাম করবে।
8 ঘরে কেউ না থাকলেও ফিরিশতাদের নিয়তে এভাবে সালাম করবে-
أَلسَّلاَمُ عَلَيْنَا وعَلى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ
8 যতবার ঘরে যাবে ততবার অনুমতি নিবে  সালাম করবেযদিও তা মায়ের ঘর হয়।
8 ঘরে গিয়ে একেবারে চুপ হয়ে থাকবে না। কিছু না কিছু জিজ্ঞেস করবে।
8 রাত্রি বেলা যখন লোকেরা ঘুমিয়ে পড়ে তখন ঘরে আস্তে আস্তে প্রবেশ করবে।
8 রাত্রি বেলা যখন লোকেরা ঘুমিয়ে পড়ে তখন সালাম এত আস্তে করবে যে কেবল জাগ্রত ব্যক্তিই শুনতে পাবে। ঘুমন্ত ব্যক্তিরা নয় এবং এতে কারো ঘুমের ব্যঘাত সৃষ্টি না হয়।
8 গৃহে প্রবেশ করার সময় অত্যন্ত খুশি মনে মুচকি হাসতে হাসতে প্রবেশ করবে।
 সফর থেকে ফিরার সময় পরিবার-পরিজনের জন্য কিছু হাদিয়া নিয়ে আসা সুন্নাত।
 সফর থেকে প্রত্যাবর্তনকারী ঘরে প্রবেশের পূর্বে দুই রাকাআত নফল নামায পড়ে নিবে।
ঘর থেকে বের হওয়ার সুন্নাত
8 ‘বিসমিল্লাহ’ বলে দরজা খুলবে।
8 নি¤œ দুআটি পড়বে।
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلى اللهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ
উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজীম।
8 বাম পা দিয়ে বের হবে।
8 বের হয়ে আয়াতুল কুরসী পড়বে।

No comments

Powered by Blogger.