সুরমা লাগানোর সুন্নাত তরীকা

Y রাত্রি বেলায় শয়নের পূর্বে তিনবার সুরমা লাগাবে।
Y তিন পদ্ধতির যে কোন এক পদ্ধতিতে সুরমা লাগাবে।
Y প্রথম পদ্ধতিঃ
প্রত্যেক চোখে পৃথক পৃথক তিন বার করে সুরমা দিতে হবে। অর্থাৎপ্রথমে ডান চোখে তিন বার। এরপর বাম চোখে তিনবার। বাম দিক হতে একবার। আবার ডান দিক হতে একবার। এমনিভাবে বাম চোখে ডান দিক হতে একবার। অতঃপর বাম দিক হতে একবার। আবার ডান দিক হতে একবার। এটা হচ্ছে প্রথম তরীকা।
Y দ্বিতীয় পদ্ধতিঃ
দুই চোখে এক সংগেই সুরমা দিতে হবে যাতে প্রত্যেক চোখে গড়ে তিনবার করে দেয়া হবে। অর্থাৎ প্রথমে ডান চোখের ডান দিক হতে একবার। এরপর বাম চোখের ডান দিক হতে একবার। এমনিভাবে যথাক্রমে ডান চোখে বামদিক হতে একবার। বাম চোখে বাম দিক হতে এক বার। আবার ডান চোখে ডান দিক হতে একবার। এমনি করে গড়ে তিন বার করে সুরমা ব্যবহার করা হবে।
Y তৃতীয় পদ্ধতিঃ
রাসূলে পাক সালস্নালস্নাহু আলাইহি ওয়াসালস্নাম কখনও ডান চোখে তিন বার এবং বাম চোখে দুইবার লাগাতেন। তাই চাইলে  পদ্ধতিতেও সুরমা লাগানো যাবে।

No comments

Powered by Blogger.