রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ব্যক্তিগত জীবনে কিছূ অভ্যাস

রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামযখন হাটতেন মানুষদেরকে সামনে থেকে সরিয়ে দিতেন না।
.কোন জামাতের সাথে চলতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামপিছনে পিছনে চলতেন।
চলার পথে নিচের দিকে নজর রাখতেন।
সামনের দিক থেকে কেউ আসলে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামআগে সালাম দিতেন।
চলার সময় সামনের দিকে একটু ঝুকে বিনয়ের সাথে চলতেন  মনে হয় যেন উঁচু জায়গা থেকে নিচে নামতেছেন।
কারো সাথে শক্ত ভাষায় কথা বার্তা বলতেন না। নরম মেজাজে কথা বার্তা বলতেন।
সকলের সাথে মিলে মিশে থাকতেন। কখনো কখনো রহস্যকর কথা বার্তা বলতেন।
গরীব-অসহায়  বৃদ্ধ লোকদের কথা গুরত্বসহকারে শুনতেন। কখনো কখনো তাদের কথা বার্তা শুনার জন্য রাস্থার পাশে বসে থাকতেন।
যে কোন সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে খুব সম্মান করতেন।
১০নিজের পুরা সময়ের কিছু সময় আল্লাহর ইবাদতে আর কিছু সময় পরিবার পরিজনদের দেখা শুনার কাজে ব্যয় করতেন।
১১প্রতিবেশিদের সাথে সূ-সম্পর্ক রাখতেন। বড়দেরকে সম্মান করতেন। আর ছোটদেরকে স্নেহ করতেন
১২.কোন আত্মীয়-স্বজন খারাপ আচরণ করলে রাসূল (সাঃতার সাথে উত্তম আচরণ করতেন।
১৩দূর্বল  নিম্ন শ্রেণীর লোকদের প্রতি খুব খেয়াল রাখতেন।
১৪মুসলমান ভাইদের সাথে হাসি মুখে সাক্ষাত করতেন।
১৫দিনের সময় কে তিন ভাগে ভাগ করে নিতেন। এক ভাগআল্লাহর ইবাদত  দ্বীনের কাজের জন্য। দ্বীতিয় ভাগপরিবার পরিজনদের খোঁজ খবর নেওয়ার জন্য। তৃতীয় ভাগনিজের ব্যক্তিগত কাজ  শারিরিক সুস্থতার জন্য ব্যয় করতেন।
১৬বগল  নাভীর নিচের পশম ইত্যাদি নিয়মিত পরিস্কার করে রাখতেন। এগুলো পরিস্কার না করা অবস্থায় চল্লিশ দিন অতিবাহিত হয়ে গলে গুনাহগার হতে হবে।

No comments

Powered by Blogger.