সফরের সুন্নত সমুহ

একা একা সফর করবেনা। কমপক্ষে দুই জন মিলে সফর করবে।
গাড়ি-ঘোড়া বা যে কোন যানবাহনে আরোহনের সময় ‘বিসমিল্লাহ’ পড়ে আরোহন করবে।
যানবাহনে ঠিকমতো বসার পর তিন বার ‘আল্লাহু আকবার’ পড়ে  দুয়া পড়বে।
سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هذَا وَمَا كُنَّا لَه مُقْرِنِيْنَ وَ اِنَّا اِلى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ
উচ্চারণঃ ছুবহানাল্লাজী ছাখ্খারা লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিনীন,ওয়া ইন্না ইলারাব্বিনা লামুনকালিবুন।
সফর অবস্থায় সাওয়ারী যখন উপরের দিকে উঠে তখন ‘আল্লাহু আকবার’ আর যখন নিচের দিকে নামে তখন ‘ছুবহানাল্লাহ’ পড়বে।
যখন গন্তÍব্য স্থানে পৌঁছবে তখন তিন বার  দুয়া পাঠ করবে-
اَللّهُمَّ بَارِكْ لَنَا فِيْه
উচ্চারণঃ আল্লাহুম্মা বারিক লানা ফীহা।
সফরের জরুরত শেষ হলে পুনরায় তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবেঅযথা দেরি করা ঠিক নয়।
সফর কালিন সময় সাথে কুকুর রাখা নিষেধ।
সফর থেকে ফিরে বাড়িতে প্রবেশের পূর্বে মসজিদে গিয়ে দুই রাকাত নামায আদায় করবে।
.সফর থেকে ফিরে এসে  দু পাঠ করবে।
آئِبُون تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ
উচ্চারণঃ আয়িবুনা তায়িবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন।

No comments

Powered by Blogger.