নখ কাটার সুন্নাত সমুহ

প্রতি সপ্তাহে একবার নখ কাটা সুন্নাত।
শুক্রবার জুমআর নামাযের আগে নখ কাটা সুন্নাত।
উভয় হাতকে মুনাজাতের আকৃতিতে ধরে ডান হাতের শাহাদাত আঙ্গুলীর নখ কাটা শুরু করে ধারাবাহিকভাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলীর কেটে শেষ করবে। অতঃপর সর্বশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলীর নখ কাটবে।
ডান পায়ের কনিষ্ট আঙ্গুলী থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলীর নখ কেটে শেষ করবে।

No comments

Powered by Blogger.