পেশাব পায়খানার সুন্নাত সমূহ

বাথরুমে যাওয়ার সময় এই দু পড়বে।
উচ্চারণঃ বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবাইছ।
বাথরুমে সর্ব প্রথম বাম পা ঢুকাবে।
বাথরুমে জুতা বা সেন্ডেল পরিধান করবে।
মাথা ঢেকে বাথরুমে প্রবেশ করবে।
পেশাব পায়খানার জন্য নির্ধারিত কোন জায়গা না থাকলে খোলা মেলা কোন জায়গায় বসলে এমনভাবে বসতে হবে যেন কারও নজরে সতর না দেখা যায়।
পেশাব পায়খানা দাঁড়িয়ে না করে বসে করা।
পানি ব্যবহার করার আগে ঢিলা কুলুখ বা টিসু পেপার ব্যবহার করা।
বসার নিকটতম হয়ে সতর খুলবে এবং কিবলার দিকে মুখ  পিঠ দিয়ে বসবে না।
পেশাব  নাপাক পানির ছিঁটা থেকে বেঁচে থাকবে।
১০ঢিলা খুলুখ  পানি বাম হাত দ্বারা ব্যবহার করবে।
১১ঢিলা খুলুখ ব্যবহার করার পর পানি ব্যবহার করবে।
১২পেশাবের ফোঁটা আসা বন্ধ হওয়া পর্যন্ত সামান্য চলা ফেরা করবে।
১৩পেশাব নরম স্থান বা এমন জায়গায় করবে যেখান থেকে পেশাবের ছিঁটা উপরে উঠে শরীর নাপাক হবে না।
১৪বের হয়ে  দু পড়বে।
উচ্চারণঃ গোফরানাকা আলহামদুলিল্লাহীল্লাজী আজহাবা আন্নীল আযা ওয়া  ফানী।
১৫ইস্তিঞ্জা থেকে ডান পা দিয়ে বের হবে।
১৬ইস্তিঞ্জায় প্রবেশের আগে কোরআনের আয়াতআল্লাহর নাম রাসূল সাএর নাম লেখা আংটি খুলে প্রবেশ করবে।
১৭বসে বসে পেশাব করবে।

No comments

Powered by Blogger.