রোগী দেখার সুন্নাত
রোগী দেখতে গিয়ে প্রথমে এই দু’আ সাতবার পড়বে এবং রোগী ও উপস্থিত ব্যক্তিরা আমীন বলবে-
أَسْأَلُ اللهَ العَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أَنْ يَّشْفِيَكَ
উচ্চারণ : আসআলুল্লাহাল আজীমা রাব্বাল আরশীল আজীমি আই ইয়াশফিয়া কা।
অতঃপর এ দু’আ পাঠ করবে বা এর অর্থ বলে রোগীকে সান্তনা দিবে-
لاَ بَاْسَ طَهُوْرٌ اِنْ شَاءَ اللهَ
উচ্চারণ : লা বা’সা তাহুরুন ইনশাআল্লাহ।
অর্থ- কোন সমস্যা নাই; ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে।
তারপর হাতে বা কপালে হাত রেখে বলবে, আপনি কেমন আছেন? অতঃপর এ দু’আ পাঠ করা সুন্নাত-
اَذْهِبِ الْبَاْسَ رَبَّ النَّاسِ وَاشفِ اَنْتَ الشَّافِيْ لاَ شِفَاءَ اِلاَّ شِفَاءُكَ لاَ يُغَادِرُ سَقَمًا
উচ্চারণ : আজহিবিল বাসা রাব্বান নাসী, ওয়াশফী আনতাশশাফী লা শিফাআ ইল্লা শিফাউকা শীফাআন লা ইউগাদিরু সাকামা।
অসুস্থ ব্যক্তিকে সান্তনা দেয়া ও আশাব্যঞ্জক কথা বলা সুন্নাত।
রোগীকে দেখে তাড়াতাড়ি ফিরে আসা সুন্নাত, যাতে তার এবং সেবা-শুশ্রƒষাকারীদের অসুবিধা না হয়।
হালাল ঔষধপত্র সেবন করাতে শরীয়তে কোনা নিষেধ নেই; বরং হুকুম আছে।
রোগীকে খাওয়ার জন্য বেশি জোর করবে না।
হারাম জিনিস ঔষধে ব্যবহার করবে না।
শরীয়তের বরখেলাফ তাবীয-কবজ, ঝাড়-ফুঁক, জাদু-টোনা ইত্যাদি কিছুতেই ব্যবহার করবে না।
أَسْأَلُ اللهَ العَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أَنْ يَّشْفِيَكَ
উচ্চারণ : আসআলুল্লাহাল আজীমা রাব্বাল আরশীল আজীমি আই ইয়াশফিয়া কা।
অতঃপর এ দু’আ পাঠ করবে বা এর অর্থ বলে রোগীকে সান্তনা দিবে-
لاَ بَاْسَ طَهُوْرٌ اِنْ شَاءَ اللهَ
উচ্চারণ : লা বা’সা তাহুরুন ইনশাআল্লাহ।
অর্থ- কোন সমস্যা নাই; ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে।
তারপর হাতে বা কপালে হাত রেখে বলবে, আপনি কেমন আছেন? অতঃপর এ দু’আ পাঠ করা সুন্নাত-
اَذْهِبِ الْبَاْسَ رَبَّ النَّاسِ وَاشفِ اَنْتَ الشَّافِيْ لاَ شِفَاءَ اِلاَّ شِفَاءُكَ لاَ يُغَادِرُ سَقَمًا
উচ্চারণ : আজহিবিল বাসা রাব্বান নাসী, ওয়াশফী আনতাশশাফী লা শিফাআ ইল্লা শিফাউকা শীফাআন লা ইউগাদিরু সাকামা।
অসুস্থ ব্যক্তিকে সান্তনা দেয়া ও আশাব্যঞ্জক কথা বলা সুন্নাত।
রোগীকে দেখে তাড়াতাড়ি ফিরে আসা সুন্নাত, যাতে তার এবং সেবা-শুশ্রƒষাকারীদের অসুবিধা না হয়।
হালাল ঔষধপত্র সেবন করাতে শরীয়তে কোনা নিষেধ নেই; বরং হুকুম আছে।
রোগীকে খাওয়ার জন্য বেশি জোর করবে না।
হারাম জিনিস ঔষধে ব্যবহার করবে না।
শরীয়তের বরখেলাফ তাবীয-কবজ, ঝাড়-ফুঁক, জাদু-টোনা ইত্যাদি কিছুতেই ব্যবহার করবে না।
No comments