গোসলের সুন্নাত সমূহ

গোসলের সুন্নাত সমূহ
. ফরজ গোসলের আগে পেশাব করে নিবে।
. ওজুর শুরুতেবিসমিল্লাহির রাহমানির রাহিমপড়বে।
. কাপড় বা শরীরের কোন স্থানে নাপাক ময়লা লেগে থাকলে তিনবার ধুয়ে তা পরিস্কার করবে।
. নাপাক লাগা থাকুক বা না থাকুক উভয় অবস্থায় লজ্জাস্থান ধৌত করা। অতঃপর উভয় হাত ধৌত করা।
. উভয় হাত কব্জিসহ পৃথক পৃথক ভাবে ধুয়ে নেওয়া।
. সর্ব প্রথম মাথায় পানি ঢালবে।
. তারপর ডান কাঁধে পানি ঢালবে।
.তারপর বাম কাঁধে পানি ঢালবে।
. তারপর বাকি সমস্ত শরীর ভিজানো।
১০. সমস্ত শরীর এমনভাবে পানি পৌঁছানো যেন একটা পশমের গোড়াও পানি বিহীন শুকনা বাকি না থাকে।
১১. গোসলের আগে সুন্নত তরিকায় ওজু করা।
১২. হাত দ্বারা সমস্ত শরীর ঘসে-মেজে ধৌত করা।



No comments

Powered by Blogger.